অভিজিৎ হত্যার প্রতিবাদে কলকাতা ও মুম্বাইয়ে মিছিল
বাংলাদেশের মুক্ত-মনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। ভারতেও প্রতিবাদ শুরু হয়েছে। রোববার কলকাতায় এ হত্যার প্রতিবাদে মিছিল ও সভা হয়েছে। সোমবার মিছিল হয়েছে মুম্বাইয়ে।
রোববার বিকালে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে লেখক, শিল্পীসহ বুদ্ধিজীবীরা কলকাতায় রবীন্দ্রসদন চত্বরে সমবেত হয়েছিলেন। অংশ নিয়েছিলেন বহু সাধারণ মানুষও। সেখান থেকে মিছিল আশপাশের এলাকা পরিক্রম করে রবীন্দ্র মূর্তির পাদদেশে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভায় লেখক ও মুক্ত-মনের মানুষ অভিজিৎ রায়ের হত্যার তীব্র নিন্দা করা হয়।
বক্তারা মৌলবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মোমবাতি জ্বালিয়ে অভিজিৎ রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এদিনের মিছিলে অংশ নিয়েছিলেন কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, লেখক জিয়াদ আলি, নাট্যকার চন্দন সেন প্রমুখ। গত ২৬শে ফেব্রুয়ারি ঢাকা বইমেলা থেকে বেরোনোর সময় অভিজিৎ রায়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত হন তার স্ত্রী বন্যাও।
এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি