ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নাশকতা রোধে রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০২ মার্চ ২০১৫

নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সোমবার (০২ মার্চ) দিবাগত রাতে রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর প্রতি নজর রাখছে।

তিনি আরো জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। মঙ্গলবার (০৩ মার্চ ) ভোর ৬টা পর্যন্ত তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এসআরজে