ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গম্ভীরা উৎসবে প্রাণকে সম্মাননা

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

প্রথম দিন দর্শক মাতানোর পর শেষ হলো প্রথম জাতীয় গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিনের আসর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় আজ শনিবার এ আসর বিকেল ৪টায় শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। এদিন প্রাণ-আরএফএল গ্রুপকে সম্মাননা প্রদান করা হয়। সদ্য প্রয়াত চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং বিভাগের হেড অব ইভেন্টস আদিল খানকে সম্মাননা পদক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় দুই দিনব্যাপী জাতীয় গম্ভীরা উৎসব শুক্রবার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রাণ ম্যাংগো-এর সহযোগিতায় এ উৎসব আয়োজন করে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’। সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হাসান ইনু। এ উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডটকম।

আদিল খান জাগো নিউজকে বলেন, ‌‌‘এ সম্মাননা প্রাণ-আরএফএল গ্রুপের। দেশ-জাতি-লোকসংস্কৃতি-প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করছে দিয়াড়। সব সময় এ ধরনের ভালো কাজের সঙ্গে প্রাণ-আরএফএল থাকে। গম্ভীরা উৎসবের সঙ্গে থাকতে পেরেও তারা খুব আনন্দিত। আগামীতেও এ ধরনের দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে প্রাণ-আরএফএল পাশে থাকবে।’

‘দিয়াড়’র সদস্যসচিব আনোয়ার হক বলেন, জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’ সময়ের সঙ্গে দেশ-জাতি-লোকসংস্কৃতি-প্রজন্মকে এগিয়ে নিতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে। সমন্বিত কর্ম প্রয়াসে আমাদের লোকসংস্কৃতি তথা ভিত্তিমূল আরো মজবুত হবে। মাটি-মানুষের সংস্কৃতিকে বাঁচাতে, অপসংস্কৃতির কালো থাবা থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে শেকড় সন্ধানে দরকার সমন্বিত প্রচেষ্টা।

তিনি আরো বলেন, ‘আশা করি এ ধরনের উদ্যোগের পাশে প্রাণ-আরএফএল গ্রুপের মতো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে।’

প্রসঙ্গত, বাংলাদেশের লোকসংগীতের অন্যতম ধারা গম্ভীরা। মূলত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদা অঞ্চলে গম্ভীরার উৎস এবং প্রসার। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি সব এলাকা ও বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়। এতে সমাজের নানা অসঙ্গতি-অনিয়ম ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে।

এমইউএইচ/জেডএ

আরও পড়ুন