বিদেশি চ্যানেল সম্প্রচারে বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর উষ্মা
ভারতে বাংলাদেশের চ্যানেল চালাতে গেলে পাঁচ কোটি টাকা লাগে। অথচ বাংলাদেশে ভারতের চ্যানেল চালাতে মাত্র দেড় লাখ টাকা খরচ হয় কেন, এ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে এমন বৈষম্যের কথা তার জানা ছিল না বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর নিয়ে শনিবার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিদেশি চ্যানেল ইস্যুতে দেশে আন্দোলন হচ্ছে এমন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, ভারত যদি এত টাকা পায়, তাহলে বাংলাদেশ পায় না কেন?
প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, এ নিয়ে ক্যাবল অপারেটরদের ভূমিকা কি? বিষয়টি সরকারের এখতিয়ার, সাংবাদিকদের তরফ থেকে এমনটি জানানোর পর প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আলোচনায় আনতে হবে।
এমন বৈষম্য চলতে পারে না। বাণিজ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রী ইতোমধ্যেই চ্যানেল মালিকদের সঙ্গে আলোচনা করেছেন। সমাধানের পথ বেরিয়ে আসবে।
সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরাই প্রথম বেসরকারি চ্যানেলের অনুমোদন দিয়েছি।
এএসএস/ওআর/আরআইপি