তোবার শ্রমিকদের জুলাই মাসের বেতন দিচ্ছে বিজিএমইএ
মন্ত্রীর ঘোষণামত তোবার শ্রমিকদের জুলাই মাসের বেতন দিচ্ছে বিজিএমইএ। রোববার বেলা দুটার পর বেতন নিতে বিজিএমইএ কার্যালয়ে হাজির হন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা।
কারওয়ানবাজারের বিজিএমইএ ভবনের নিচ তলায় ১ হাজার ৪৮৭ জন শ্রমিকদের বেতন দেয়া হলেও ওভারটাইমের টাকা দেয়া হচ্ছে না।
বেতনের টাকা প্রদানের কাউন্টারে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত বেতন দেয়া হবে। এ সময়ের মধ্যে দেয়া না গেলে সোমবার এখানেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
বোনাসের বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
১ হাজার ৪৮৭ জন শ্রমিকের এক মাসের মোট বেতন ও ওভারটাইম আসে এক কোটি ৩০ লাখ টাকা। এ টাকা তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন পরিশোধ করছেন।
সর্বশেষ - জাতীয়
- ১ সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
- ২ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ৩ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৪ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৫ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান