রাজধানীতে ৪ যাত্রীবাহী বাসে হামলা, সাংবাদিকসহ দগ্ধ ৪
বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করে ডাকা হরতালের প্রথমদিন রোববার রাতে রাজধানীতে চার যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরেফিন শাকিল (২৫), প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ মোট চারজন।
রাজধানীর শাঁখারি বাজারের ইউনাইটেড পরিবহন এবং গাবতলীর বিআরটিসি বাসে রবিবার রাত সাড়ে ৮টা ও সোয়া ৮টার দিকে আগুন দেয় হরতাল সমর্থকেরা। এ ছাড়া সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে শিখর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
অন্যদিকে, রামপুরা বনশ্রী এলাকালাকায় রাত ৮টার দিকে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরেফিন শাকিল (২৫), প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ এক নির্মাণ শ্রমিক।
৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক আহমেদ দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় আরেফিন শাকিলের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া দগ্ধ দুই ছাত্রী হলেন- মহাখালী টিএন্ডটি মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী রাবিনা করিম টুম্পা (২০) ও তার খালাত বোন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী কুন্তলা শিকদার (২২)। আর দগ্ধ নির্মাণ শ্রমিক হলেন মো. নাজিম (১৬)।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন সরকার চার বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে গাবতলীতে একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, শাঁখারি বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই দুই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এ ছাড়া কেউ হতাহত হননি বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এসআরজে