ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে বাসে আগুন

প্রকাশিত: ০৩:০২ পিএম, ০১ মার্চ ২০১৫

রাজধানীর গুলিস্তান এলাকায় রোববার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলিস্তান এলাকায় শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

জেইউ/আরএস/আরআই