ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাত পোহালেই হরতাল, ৮ যানবাহনে আগুন

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান অবরোধ কর্মসূচি চলছে। এর মধ্যে শুক্র ও শনিবার ব্যতিত সপ্তাহের বাকি কার্যদিবসে হরতাল পালন করে যাচ্ছে জোটটি। তারই ধারাবাহিকতায় রোববার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে আবারো টানা ৭২ ঘণ্টার হরতাল। আর এ হরতাল শুরু হওয়ার আগের রাতে অর্থাৎ শনিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ মোট ৮ যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজধানীর পৃথক স্থানে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী
শনিবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ির কলার আড়ৎ এলাকায় দুর্বৃত্তরা দুটি কাভার্ডভ্যান ও একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বনানী-কাকলী
শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর কাকলী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও হতাহতের খবর পাওয়া যায়নি।

মৌচাক
রাজধানীর মৌচাক এলাকায় দেশ টিভির একটি গাড়িসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে খিলগাঁও শাখা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভোজেন সরকার। তিনি জাগোনিউজকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত মৌচাক এলাকায় রাস্তায় চলমান ২টি গাড়িতে আগুন দেয় ও একটি গাড়িতে ভাঙচুর চালায়।

এদিকে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের বিবি রোডের গলাচিপায় একটি যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া কমলাপুর রেলস্টেশন এলাকাসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ (বিএনপির দাবি) সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিল করতে না পারায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির ডাক দেন, যা এখনো অব্যাহত রয়েছে। এই চলমান অবরোধ কর্মসূচির সঙ্গে বিএনপিসহ ২০ দলীয় জোট সরকার পতনের আন্দোলনে বিক্ষিপ্ত হরতাল পালন করে আসছে।

আরএস