ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সরকার রেলওয়েকে সাশ্রয়ী পরিবহনে পরিণত করেছে : রেলমন্ত্রী

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে রেলপথে ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে একটি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হিসেবে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শুক্রবার মিরসরাই চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন চত্বরে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের উন্নয়নের জন্য বাস্তবসম্মত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন এবং তার নিদের্শনায় রেললাইন সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে।

রেলওয়ে সরকারি সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, রেলওয়ে সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। নাশকতাকারীরা ও বোমা হামলাকারীরা দেশ ও জনগণের শত্রু। তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলকৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) মোজাম্মেল হক, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শারমিন কাকলী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর এবং বারইয়ার হাট পৌরসভার মেয়র এম এস তাহের ভূঞা প্রমুখ।

আরএস/পিআর