ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্ত্রাসী হামলার শিকার লেখক অভিজিৎ রায় মারা গেছেন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাসী হামলার শিকার লেখক অভিজিৎ রায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)। অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে।

অভিজিৎ রায়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা আমেরিকা থেকে এসে রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।

তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসারত অবস্থায় মারা জান অভিজিৎ।

এসআরজে