জাতীয় শোক দিবসে ফ্রি চিকিৎসা
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সারাদেশের সকল চিকিৎসা কেন্দ্রে ২ ঘণ্টা ফ্রি চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। শনিবার দুপুরে তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে জাতির জনকের মৃত্যুবার্ষিকীকে অবজ্ঞা করা হয়। এটা নজিরবিহীন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া এ বৃদ্ধ বয়সে কেক কেটে যা করে সেটি হাস্যকর।
এসময় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চেও ২ ঘণ্টা ফ্রি চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
- ২ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ৩ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৪ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৫ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান