ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলশান কার্যালয় ঘিরে নেই বাড়তি তৎপরতা

প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে কোনো মুহূর্তে তার গ্রেপ্তারের কথা শোনা গেলেও গুলশানে তার কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা চোখে পড়েনি। এই কার্যালয়েই গত প্রায় দু’মাস ধরে অবস্থান করছেন খালেদা।

কার্যালয়ের সামনে থেকে জাগো নিউজের প্রতিবেদক জানান, মূল ফটকে সাদা পোশাকে কিছু পুলিশ সদস্য এবং এসবি’র কয়েকজনকে নিয়মিত দায়িত্ব পালনে দেখা গেছে।

তবে ৮৬ নং সড়কের দুই মোড়ে কাঁটাতারের বেষ্টনী বসিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা গেছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দুপুর ২টায় ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে দুই ঘণ্টা থেকে তিনি চলে যান। পরে সন্ধ্যায় সেজ বোন সেলিমা ইসলাম যান খালেদার সাথে দেখা করতে।

তবে খালেদা জিয়ার স্বজন ছাড়া আর নেতা-কর্মীদের কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় সকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

এসআরজে