ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুরে গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রমজান (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের জহুরি মহল্লার ২৪/১৩ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রমজান দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, জহুরি মহল্লার ঐ বাসার একটি ঘরে অন্য এক যুবকের সঙ্গে থাকতেন রমজান। ঘটনার পর থেকে অপর যুবক পলাতক রয়েছে।

পূর্ব শত্রুতার জের হিসেবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। পলাতক যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

ওই দুই যুবক মোহাম্মদপুর এলাকায় শাড়ীতে নকশার কাজ করত। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআরজে