ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি এলাকায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টা ১০ মিনটি থেকে ২০ মিনিটের মধ্যে এ ককটেলগুলো বিস্ফোরিত হয়।

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা একজনকে আটক ধরে প্রচণ্ড মারধর করার পর রমনা থানা পুলিশের কাছে সপর্দ করে। তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে প্রথমে ঢাবির ডাকসু ভবনের পেছনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপরই বাণিজ্য অনুষদের ভেতরে দুটি, তিন নেতার মাজারের সামনে দুটি, বিশ্ববিদ্যালয়ের হাতিল চত্বরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এদিকে ছাত্রলীগের এক কর্মী এ ঘটনার ভিডিও করায় তাকেও মারধর করে নিজ দলে নেতাকর্মীরা। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

বিএ/আরআইপি