মান্নার সঙ্গে দেখা করতে দেয়া হলো না পরিবারের সদস্যদের
২১ ঘণ্টা `নিখোঁজ` থাকার পর র্যাবের হাতে আটক এবং পরবর্তীতে ডিবি পুলিশের কাছে হস্তান্তরিত রাজনীতিক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। কিন্তু প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পরও মান্নার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি তাদের।
মান্নাকে না দেখেই পরিবারের সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ফিরে যান। তবে ডিবি কার্যালয় থেকে তাদের জানানো হয়েছে, মান্না সুস্থ আছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মান্নাকে আদালতে তোলা হবে বলেও ডিবিসূত্রে জানা গেছে।
এসআরজে