আজ আন্তর্জাতিক উপজাতি দিবস
আজ ৯ আগস্ট আন্তর্জাতিক উপজাতি দিবস। জাতিসংঘ কর্তৃক এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘উপজাতি অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন’। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজাতি ও মানবাধিকার সংগঠনগুলো।
এ বছর বিশ্বের ৯০টি দেশের প্রায় ৪০ কোটিরও বেশি আদিবাসীদের মধ্যে বাংলাদেশের ৩০ লাখ আদিবাসীও জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপন করছে।
দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে- উপজাতিদের জীবনধারা, তাদের মৌলিক অধিকার ও মানবাধিকার, উপজাতি জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সদস্যরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়, নাগরিক সমাজ, গণমাধ্যম, উপজাতি জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলা এবং উপজাতি মানুষের অধিকারের প্রতি সমর্থন বৃদ্ধি করা।
কর্মসূচি
বাংলাদেশ আদিবাসী (উপজাতি) ফোরাম : উপজাতি দিবসের মূল অনুষ্ঠান, সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ৯ ও ১০ আগস্ট বাংলা একাডেমিতে উপজাতি মেলা অনুষ্ঠিত হবে।
১০ আগস্ট রবিবার, সকাল ১১ টায় উপজাতি বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১১ আগস্ট সোমবার, বিকেল ৩টায় কাপেন ফাউন্ডেশনের উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে ‘দ্বিতীয় আন্তর্জাতিক উপজাতি দশক এবং বাংলাদেশের উপজাতিদের পরিস্থিতি’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ উপজাতি সাংস্কৃতিক ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় উপজাতি দিবস উদযাপন করা হবে।