ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজামীর আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ

প্রকাশিত: ০৫:০২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও নিজামীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন। শিশির মনির সাংবাদিকদের জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। এই রায়ের পর একই বছরের ২৩ অক্টোবর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।

আপিলটি মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকার তিন নম্বরে ছিল। পরে আদালত আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য আদেশ দেন।

বিএ/আরআইপি