সিটি নির্বাচন চূড়ান্ত করলো সরকার
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত ফাইল উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তা অনুমোদন দেন।
মন্ত্রীসভায় উপস্থিত একাধিক মন্ত্রী জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী এটি অনুমোদন করে নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন। নির্বাচন কমিশন এখন নির্বাচনের ব্যবস্থা করবেন।
এদিকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার টেলিফোনে কথোপকথন নিয়ে মন্ত্রীসভায় আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী জাগোনিউজকে বলেন, পত্রিকার বরাত দিয়ে বিষয়টি মন্ত্রীসভায় আলোচনা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
এসএ/বিএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা