পদ্মায় লঞ্চডুবি : নিহত ২৮ জনের পরিচয় মিলেছে
পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ডুবে যাওয়া লঞ্চ এমএল মোস্তফাকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। সোমবার ভোরে জাহাজটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার সকাল ৮টা পর্যন্ত ৮ শিশুসহ ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ৬৭ মরদেহের মধ্যে ২৮ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন মাগুরা জেলার লাইলী আক্তার (৬৫), রাজবাড়ীর ইমরান (৮), নবীজান (৭০), রাবেয়া বেগম (৫০), নাসিমা আক্তার (৩৬), ইমামুল ইসলাম (১৫), অসীমা রানী (৪০) ও ফারজানা আক্তার (৩০), পাবনা জেলার ফজলুর রহমান খান (৫৫), মানিকগঞ্জের দৌলতপুরের সেলিম হোসেন (২৮), লাবনী আক্তার মুক্তা (১৫), কুষ্টিয়ার নাসিরউদ্দিন (৪০), মধুসূধন সাহা, রেবেকা খাতুন (৫০) ও মেহেদী হাসান (৩০), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবু (২০) ও বিথী খাতুন (৩৫), ফরিদপুর সদরের নার্গিস আক্তার (১৫), পাপন (০৫), রতন কুমার সরকার (৩২) ও অর্চনা মালো (৪৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাধন সরকার (৮), মানিকগঞ্জের শিবালয় উপজেলার লতা আক্তার (২২), নড়াইলের হাফছা (৮) ও আমেনা বেগম (৩০), গোপালগঞ্জের জুনায়েদ শেখ, এবং কুমিল্লার আবুল হাসান (৬০) ও পরিমল ভৌমিক।
বিএ/আরআইপি