ফেনীতে সিএনজি-অটোরিকশায় আগুন
ফেনীতে দুটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করে ডাকা লাগাতার হরতাল-অবরোধের প্রথম দিন, রোববার, রাতে ফেনী শহরের এসএসকে রোডের গ্রিন টাওয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ৭/৮ জন যুবক হঠাৎ করে শহরের এসএসকে রোডের গ্রিন টাওয়ার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনের এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এরপর ফেনী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসআরজে/