ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্বের সাথে সম্পর্ক আরো জোরদারের উপর স্পিকারের গুরুত্বারোপ

প্রকাশিত: ১২:১৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন সিপিএ চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অবৈতনিক কনসাল জেনারেলরা স্পিকারের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করলে তিনি এ গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে স্পিকার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরার পরামর্শ প্রদান করেন। এ সময় তারা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

এছাড়া স্পিকার এসময় তাদেরকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাতকালে কনসাল জেনারেলরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এসময় সংসদ সদস্য ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

আরএস/পিআর