ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রমনায় দেয়াল ধসে পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় দেয়ালচাপায় ওবায়দুল হক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে ২৯ নিউ ইস্কাটন ভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে ওবায়দুলের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জেইউ/বিএ/এমএস