ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানবসেবায় শামীম আহমেদকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

মানবসেবায় ব্যতিক্রমী অবদান রাখায় যমুনা ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম আহমেদকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

গত ৯ নভেম্বর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়। বাংলা সঙ্গীত নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননার আয়োজন করা হয়।

অভিনেতা রায়হান রহমানের সভাপতিত্বে গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এ পদক তুলে দেন।

উল্লেখ্য, শামীম আহমেদ দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে অসহায় ও অমানবিক অবস্থায় পড়ে থাকা নাম-পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন মানুষদের ব্যক্তি উদ্যোগে হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করার পর তাদের ঠিকানা খুঁজে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ব্যাংকার শামীম আহমেদের ইচ্ছা ভবিষ্যতে তিনি সবার সহযোগিতায় মানসিক ভারসাম্যহীনদের (আমরা যাদের পাগল বলি) জন্য একটি আশ্রয় ও সেবা কেন্দ্র খোলার। যেখানে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

এমএএস/পিআর

আরও পড়ুন