ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে পৃথক স্থানে ২ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডায় চিনা হালদার (১৬) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অপরদিকে চাঁনখারপুল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, কলেজছাত্রী চিনা হালদারের বাবার নাম দুলাল হাওলাদার। বরিশালের আগৈলঝরা এলাকায় তাদের বাড়ি।

রাজধানীর উত্তর বাড্ডা রহতুল্লাহ গার্মেন্টেসের পেছনে ভাড়া বাসায় থাকতেন চিনা। তিনি রহমতুল্লাহ ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার রাতে চিনা ঘরের আড়ার সঙ্গে ওরনা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে বিষয়টি টের পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান পরিবারের সদস্যরা।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই জামাল।

অপরদিকে শুক্রবার সকাল ৮টার দিকে সেক্রেটারিয়েট রোড চানখারপুল মেসার্স মেরি ড্রাগস হাউসের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শাহাবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসরাম জানান, নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরনে চেক শার্ট ও লুঙ্গি ছিল। দু’টি ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/বিএ/এমএস