সারাদেশে শান্তিপূর্ণভাবে চলছে এসএসসি পরীক্ষা
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ আর হরতালের কারণে পিছিয়ে দেয়া গত রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ।
পরীক্ষা কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্যেই সকাল নয়টায় শুরু হয়েছে দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষা। পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। পলীক্ষা চলবে ১২টা পর্যন্ত ।
কেন্দ্রগুলোর বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকরা ভিড় করছেন। নিয়মিতভাবে পরীক্ষা শেষ হলে ২০ই মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
তবে, চলমান-হরতাল অবরোধে এই তারিখের মধ্যে শেষ হবে কিনা এই শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে, অভিভাবকরা আশা করছেন ২০ দলীয় জোট পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল-অবরোধ প্রত্যাহার করবে।
এদিকে চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের ৮টি শিক্ষাবোর্ডেও এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। শুক্রবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের পরীক্ষা কেন্দ্রগুলোত আসতে শুরু করে পরীক্ষার্থীরা।
এবার এ শিক্ষাবোর্ডে ৮৮ হাজার ৬`শ ৩ জন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এদিকে শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯ টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
আর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য ৯টি টিম গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। রাজশাহী, ফেনী, সিলেট, যশোর, কুমিল্লা ও ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলায় অতিরিক্ত নিরাপত্তা নেয়া হয়েছে।
বিএ/এমএস