ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সহিংসতার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

প্রকাশিত: ০২:৪০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার ওয়াশিংটনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বান কি মুন এ উদ্বেগের কথা বলেন।

বান কি মুন বলেন ‘সাধারণ মানুষকে সহিংসতা থেকে রক্ষার দায়িত্ব সরকারের। শুধু তাই নয়, গণতান্ত্রিকভাবেই সব দলকে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করা উচিৎ।’

এ সময় বাংলাদেশে চলমান সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে এবং সব দলকে নিয়ে আলোচনায় বসতে সরকারকে উদ্বুদ্ধ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বিএ/এমএস