ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২১ ফেব্রুয়ারি ভোরে শহীদ মিনারে যাবে বিএনপি

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার ভোরে নেতাকর্মীদের নিয়ে  কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও মহান ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও পুস্পার্ঘ অর্পণ করা হবে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ২১শে ফেব্রুয়ারি প্রত্যুষে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে একত্রিত হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

এএইচ/আরআই