সুবহানের প্রথম শ্রেণীর সুবিধা বাতিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের প্রথম শ্রেণীর সুবিধা (ডিভিশন) বাতিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ঈশরাত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর পাঠানো হলেও বৃহস্পতিবার গণমাধ্যমে জানানো হয়েছে।
জানা যায়, চিঠিতে উল্লেখ করা হয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আব্দুস সুবহান ওরফে আবুল বাশার মোহাম্মদ আব্দুস সুবহান মিয়া বিচারাধীন থাকা অবস্থায় কারাগারে প্রথম শ্রেণীর সুবিধাদি ভোগ করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
এমতাবস্থায় বিজ্ঞ আদালতের রায় এবং বন্দির মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় কার্যবিধির ৬১৭ ধারার উপবিধি ১-এ অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আব্দুস সুবহানকে প্রথম শ্রেণীর মর্যাদা বাতিল করা হলো।
আরএস