ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রতারণা থেকে সতর্ক থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

শিক্ষামন্ত্রীর পিএস পরিচয়ে একটি চক্র প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে  সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ে পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে একটি চক্র দেশে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নামে কেউ কোনো ফোন কল পেলে, তা নিশ্চিত হয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি অনুরোধ করা হয়েছে, ওই চক্রের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পিএস নাজমুল পরিচয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের মোবাইলে ফোন করে এক প্রতারক। মন্ত্রী নাম ভাঙিয়ে একটি নম্বরে গাউছুলকে টাকা পাঠাতে বলা হয়। কিন্তু ইউএনও গাউছুল বিষয়টি নিশ্চিতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ফোন করে পিএস নাজমুল আলমের সঙ্গে কথা বলেন।

নাজমুল জানান, তিনি এমন কোনো ফোন করেননি। বিষয়টি একটি চক্রের প্রতারণার চেষ্টা। এই চক্র চাঁদপুরের হাইমচরের উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন জনের কাছ থেকে শিক্ষামন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা করেছে।

এএইচ/আরআই