ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৩টি গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৩টি গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে একটি বিস্ফোরিত ও ২টি অবিস্ফোরিত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ‘ঢাকা উদ্যান’ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এসএসপি মারুফ আহমেদ জাগো নিউজকে বলেন, র‌্যাব-২ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই স্থানে উপস্থিত হয়ে র‌্যাব সদস্যরা একটি বিস্ফোরিত ও ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে। র‌্যাবের বোম ডিজপোজাল সদস্যরা জানিয়েছে, অবিস্ফোরিত গ্রেনেড দুটি খুবই শক্তিশালী এবং ধ্বংসাত্মক।

তিনি আরো বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ গ্রেনেড তিনটি ওই এলাকায় আনতে পারে। এর সাথে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জেইউ/আরএস/আরআই