নিউ ইয়র্ক বিমানবন্দরে বাংলাদেশি নারী গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সহযাত্রীর ডলার চুরির অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে গ্রেফতার করা হয়েছে। নাদিরা ডি মল্লিক (৬১) নামের ওই নারী রোববার সকাল সাড়ে ১১টায় দুবাইয়ের উদ্দেশ্যে আমিরাতের ইকে-২০৪ ফ্লাইটে যাত্রা শুরুর কয়েক মিনিট আগে গ্রেফতার হয়েছেন।
এয়ারপোর্ট পুলিশ বলছে, নাদিরাকে ৫ হাজার ৬০০ মার্কিন ডলারসহ গ্রেফতার করা হয়েছে। দুবাই হয়ে তিনি ঢাকায় ফিরছিলেন। পোর্ট অথরিটির মুখপাত্র যোসেফ পেন্টাজেলা বলেন, চীনা নাগরিক জিনজুয়ান ঝেং ৪৩০০ ডলার এবং ১৩০০ জাপানিজ ইয়েনসহ একটি থলে সিকিউরিটি পয়েন্টে রাখেন। ট্র্যান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্টের কর্মীরা সবকিছু পরীক্ষা করার পর ওই যাত্রী নিজ আসনে যান। এ সময় বাংলাদেশি ওই নারীও নিজের আসনে যান এবং হ্যান্ডবেগ এয়ারক্রাফটের বাঙ্কারে রাখেন।
এর মাঝেই চীনা ওই নাগরিক দেখেন, তার থলের ভেতরে রাখা নগদ অর্থ নেই। তাৎক্ষণিকভাবে এয়ারলাইনস কর্মকর্তাকে বিষয়টি জানান তিনি। সিসিটিভি ফুটেজ পরীক্ষায় দেখা যায়, বাংলাদেশি ওই নারী কৌশলে ডলারগুলো সরিয়ে নিচ্ছেন। এরপর এয়ারক্রাফটে নাদিরার হ্যান্ডবেগ তল্লাশির পর তা উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় নাদিরা পুলিশকে বলেন, তিনি ওই অর্থ তিনি ফেরত দিতে চেয়েছিলেন।
নিউ ইয়র্কে বসবাসরত নাদিরার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। এ ঘটনার পর তার বিরুদ্ধে চুরির মামলা করেছে পুলিশ। কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস বরছে, ক্রিমিনাল কোর্টে হাজিরার পর তাকে জামিন দেয়া হয়েছে। এ ছাড়া আগামী ১৫ নভেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এসআইএস/এবিএস