শাহজালালে বিপুল সিগারেটসহ পাকিস্তানি আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল বিদেশি সিগারেটসহ মোহাম্মদ নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটককৃত নাগরিক এমজে-৫০১ নামে একটি ফ্লাইটে করে সকাল ১১টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে তাকে তল্লাশি করে সিগারেটগুলো উদ্ধার করা হয়।
আটককৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে বেনসন এন্ড হেজেজ ১৪৫ কার্টুন, এসে স্পেশাল গোল্ড ৭০ কার্টুন।
জেইউ/বিএ/আরআই