ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিসিসির দুই অংশে নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দ্রুত নির্বাচন দেয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিসিসি নির্বাচন দিন, আর কতো আটকিয়ে রাখবেন? এসময় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীও আমি দিচ্ছি। দক্ষিণের প্রার্থী হিসেবে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনের বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছে।  

নির্বাচন প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামকে প্রধানমন্ত্রী বলেন, আর দেরি করার দরকার নেই। নির্বাচন দিয়ে দেন। এসময় কেবিনেটের একজন সিনিয়র মন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করলে প্রধানমন্ত্রী বলেন, ডিসিসি নির্বাচন হয়ে যাক। যে জিতবে জিতুক। এটা নিয়ে কোন টেনশন করি না।

এর আগে গত ৮ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর ওই নির্দেশের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে কার্যত কোনো উদ্যোগ নেয়া হয়নি।

এএইচ/পিআর