এখনই বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম
আপাতত আগামী তিন মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার বিইআরসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিইআরসি চেয়ারম্যান এআর খান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করতে কোম্পানিগুলোর দেয়া প্রস্তাব আরও পর্যালোচনা করা হচ্ছে। গণশুনানিতে মূল্যবৃদ্ধির পক্ষে-বিপক্ষে আমরা বক্তব্য শুনেছি।
তিনি বলেন, কমিশন যৌক্তিক কারণ ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয় করবে না। তাই বিদ্যুৎ ও গ্যাসের দাম এখনই বাড়ছে না।
সম্প্রতি শেষ হওয়া গণশুনানিতে দাম বাড়ানোর প্রস্তাবের পক্ষে সংশ্লিষ্ট কোম্পানিগুলো যৌক্তিক কারণ উপস্থাপন করতে ব্যর্থ হয়। তবে কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রস্তাবগুলো আরও পর্যালোচনা করা হবে। এ জন্য সময় লাগবে।
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া গণশুনানিতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি বেশ কয়েকটি কোম্পানির মূল্যবৃদ্ধির প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে। পরে বিইআরসি ১০ ফেব্রুয়ারি দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছিল।
বিএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ২ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৩ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৪ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান
- ৫ চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত