ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা ১১ হাজার ২৫৪ কোটি টাকা

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের পাওনার পরিমাণ ১১ হাজার ২৫৪ কোটি ৫৭ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য মোঃ মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, পাওনা অর্থের মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ৫টি ব্যাংকের পাওনা ১০ হাজার ৬৭৫ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের পাওনা ৫ হাজার ৫২০ কোটি ৪ লাখ টাকা, জনতা ব্যাংক ২ হাজার ৩৮৮ কোটি ৫৬ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ১ হাজার ৫৯৭ কোটি ৬ লাখ টাকা, রূপালী ব্যাংক ৮৭৮ কোটি ৫৫ লাখ টাকা ও বেসিক ব্যাংকের পাওনা ২৯১ কোটি ৬৫ লাখ টাকা।

এছাড়া বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের পাওনা ৩৬৮ কোটি ৮৫ লাখ টাকা বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত্ব ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে পাওনা ১ হাজার ৪৮০ কোটি ৮ লাখ টাকা, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন ১ হাজার ৮৯ কোটি ৭৮ লাখ টাকা, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ২১ কোটি ৮৮ লাখ টাকা, বিডি সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ৩ হাজার ৩ কোটি ৩৭ লাখ টাকা, বিডি স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ৬৫ কোটি ৬৫ লাখ টাকা, বিডি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ২ হাজার ৩১৯ কোটি ৮৫ লাখ টাকা, বিডি পেট্রোলিয়াম কর্পোরেশন, ২ হাজার ৮২০ কোটি ২৫ লাখ টাকা, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ১৩২ কোটি ৬৬ লাখ টাকা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ১১৯ কোটি ৮০ লাখ টাকা।

তিনি আরো জানান, বিআরটিসি ৬১ লাখ টাকা, বাংলাদেশ বিমান কর্পোরেশন ৭৩ কোটি ৮১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩০ কোটি ৯০ লাখ টাকা, বাংলাদেশ রেলওয়ে ১১ লাখ টাকা, বিটিটিবি ২১ কোটি ৪৫ লাখ টাকা, বিডি টি বোর্ড ৫৯ কোটি ১০ লাখা টাকা, বিডি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ১ কোটি ৮৬ লাখ টাকা, বিডি স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ২ কোটি ৮৭ লাখ টাকা, বিডি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ৩৫ লাখ টাকা, পৌরসভা/সিটি কর্পোরেশন ৩ লাখ টাকা ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কাছে ১০ কোটি ১৬ লাখ টাকা পাওনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বকেয়া পাওনা পরিশোধের জন্য প্রতি বছরের বার্ষিক বাজেটে মন্ত্রণালয়-ওয়ারী পরিকল্পনা করে অর্থ পরিশোধের ব্যবস্থা করা হয়ে থাকে।

আরএস/পিআর