ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অবরোধ ও হরতালে নাশকতা প্রতিরোধ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেছেন, আমরা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি তখন বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোট ষড়ষন্ত্র করে দেশকে পিছিয়ে দিচ্ছে।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্জিত সমুদ্রসীমা অঞ্চলের মাধ্যমে দেশে আরও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমুদ্র সম্পদের অন্বেষণ ও আহরণ আমাদেরই করতে হবে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী বাহিনী। এসব ক্ষেত্রে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, সুন্দরবন, চট্টগ্রাম ও সমুদ্র এলাকার নিরাপত্তা রক্ষায় এ বাহিনী কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প আমরা নিজেদের অর্থায়নে শুরু করেছি।

বিএ/এমএস