ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলিস্তানের সংঘর্ষ থেমেছে : আটক ১০

প্রকাশিত: ১০:৪২ এএম, ২৭ অক্টোবর ২০১৬

প্রায় দুই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সংঘর্ষ থেমেছে। এর আগে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে মেয়র সাঈদ খোকন ঘটনাস্থলে গিয়ে ঘেরাওয়ের মুখে পড়েন। পরে মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিস্তানের পাতাল মার্কেটে প্রতি দোকানে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় মার্কেটের সাধারণ সম্পাদক বাধা দিলে তাকে আটক করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ঘেরাও করেন।

বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ধাওয়া দেয়। এ সময় পুলিশ ৫/৬ রাউন্ড গুলিও ছোড়ে। পরে বিক্ষোভকারীরা গুলিস্তানে অবস্থান নিয়ে গাড়ি ভাংচুর করে।

ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে বলে জানা গেছে।

আরএম/আরএস/পিআর

আরও পড়ুন