ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিগগিরই ঢাকা আসছেন জয়শঙ্কর

প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

শিগগিরই ঢাকা আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। গত মাসের শেষদিকে সুজাতা সিংকে সরিয়ে মোদী সরকারের পররাষ্ট্র সচিবে দায়িত্বে পাওয়ার পর ঢাকা সফরেই বাংলাদেশের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে জয়শঙ্করের।

শুক্রবার নয়া দিল্লিতে পররাষ্ট্র সচিবের এ সফরের ঘোষণা দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, সার্ক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে শিগগিরই আমরা নতুন পররাষ্ট্র সচিবকে ‘সার্ক যাত্রায়’ পাঠাচ্ছি।

এদিকে জয়শঙ্করের ঢাকা সফর সম্পর্কে অবহিত করতে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী।

জানা গেছে, দুই দেশের মধ্যে ঝুলে থাকা দুটি বিষয় আগামী পার্লামেন্ট অধিবেশনেই মিটিয়ে ফেলতে চায় ভারত সরকার। এ বার্তাই বাংলাদেশ সরকারকে পৌঁছে দিতে জয়শঙ্করকে বাংলাদেশে পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী।

ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি কার্যকরে দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাসের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিস্তার পানি বণ্টন চুক্তিও বাংলাদেশের দীর্ঘ দিনের দাবি।

কংগ্রেস ক্ষমতায় থাকাকালে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে তা আটকে যায়।

আরএস/পিআর