তনু হত্যা মামলার তদন্তে ভালো কাজ হচ্ছে : সিআইডি
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকাজ ভালোভাবে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।
তিনি জানান, আমরা মামলাটির তদন্তকাজ নিয়মিত করে যাচ্ছি। কিন্তু আপডেট দিচ্ছি না। তবে কাজ হচ্ছে। ইনশাআল্লাহ দ্রুত কাজ শেষ করতে পারবো।
রোববার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অনেক সময় তনুর বাবা-মা মিডিয়ার কাছে তদন্তকাজ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। কিন্তু আমরা কিছু বলতে পারি না। আশা করি, কাজ দ্রুত শেষ করতে পারবো।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজের পাশের একটি জঙ্গলে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধারের পরদিন তার বাবা ইয়ার হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন।
এরপর পুলিশ ২৫ মার্চ রাতে মামলাটি ডিবিতে হস্তান্তরের পর আদালতের নির্দেশে ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
এআর/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু