ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে নাশকতার অভিযোগে আটক ১৮

প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।

তবে আটককৃতদের মধ্যে বিএনপির ১৫ জন ও জামায়াত-শিবিরের ৩ জন নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এআরএস/এমএস