বাসে অগ্নিসংযোগকালে পুলিশের গুলিতে আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আতাউর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মাসুদুর রহমান। তিনি বলেন, যাত্রাবাড়ীর মেট্রো সিএনজি সংলগ্ন রাস্তায় বিআরটিসির যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করে নাশকতাকারীরা।
এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় তারা। এসময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি চালালে আতাউর রহমান নামে এক যুবক আহত হয়।
পরে তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
জেইউ/এআরএস/এমএস