ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে ৬৪৯ গ্রাম সোনা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৯৪ গ্রাম স্বর্ণ ও ৯৩ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর মিডিয়া অফিসার তানজিনা আখতার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা জানতে পারে বৃহস্পতিবার রাতে স্বর্ন নিয়ে অবতরণ করবে এক ব্যক্তি। এখবরে রাত সাড়ে ১০টায় টাইগার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিআর ২৬৫৯) শাহজালালে আসেন মো. আনোয়ার হোসেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে পারভেজ নামের অপর এক ব্যক্তির কাছে স্বর্ণ হস্তান্তরের সময় পিবিএন এর হাতে ধরা পড়েন তিনি। এ সময় পারভেজকেও আটক করা হয়। উভয়ই এখন এপিবিএন হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।

জেইউ/এআরএস/এমএস