ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বনশ্রীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা, দগ্ধ ৩

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর বনশ্রীতে আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুুরো বাসটিতে আগুন ধরে যায়। এ সময় অগ্নিকাণ্ডে চালকের সহকারীসহ তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে বনশ্রীর আলরাজী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়িট নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল ইনচার্জ মোজাম্মেল হক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বনশ্রীর আলরাজী হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বাসের হেল্পার বাপ্পীসহ (২৫) তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেইউ/আরএস/আরআই