ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কারখানায় তালা, বেতন নিতে আসেনি কেউ

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৬ আগস্ট ২০১৪

রাজধানীর উত্তর বাড্ডায় তোবা কারখানার অনশনরত শ্রমিকরা ভেতরে রেখে মূল ফটকে তালা দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময়য়ে এ তালা লাগানো হয়। এদিকে বিজিএমইএ এর ঘোষণা অনুযায়ী দিই মাসের বেতন নিতে আসেনি কোন শ্রমিক।

তোবা কারখানায় তালা দেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। তবে কে বা করা লাগিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিরাপত্তাকর্মীরা তালা লাগিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিজিএমইএ ভবনে তোবার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন দেয়া হবে বলে ঘোষণা অনুযায়ী বেতন-বোনাস নিয়ে বসে থাকলেও শ্রমিকরা কেউ আসেনি। শ্রমিকরা জানিয়েছে তারা এক সাথে সব বকেয়া বেতন ও বোনাস ছাড়া আংশিক কোন পাওনা নেবেন না।

উল্লেখ্য, জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইমসহ ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা।