ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভূয়া চাকরিদাতাসহ প্রতারকচক্রের ৭ সদস্য আটক

প্রকাশিত: ১১:০০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ভূয়া চাকরিদাতা ও প্রতারকচক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় প্রতারকচক্রের কবলে পড়া ১৪ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে বিজয়নগরের স্কাউট ভবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার দুপুরে বিজয় নগরের স্কাউট ভবন এলাকায় অভিযান চালিয়ে ভূয়া চাকরীদাতা ও প্রতারকচক্রের ৭ জনকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন মহিলা সদস্য রয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন যাবত চাকরি দেওয়ার নামে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাকসুদুল আলম।

জেইউ/আরএস/আরআই