ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সারা দেশে ২৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৪:৪১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

টানা অবরোধ ও হরতালে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

তিনি জানান, বুধবার(১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে দায়িত্ব পালন করেছে ১৬ প্লাটুন বিজিবি। তবে জরুরি প্রয়োজনে আরও ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকার বাইরে বুধবার(১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১১০ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আরও ৭২ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

জেইউ/এআরএস/এমএস