গুলশান কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইলিংটন গিবসন। বুধবার বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি কার্যালয়ে প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এর আগে বিকাল ৪টা ৪০ মিনিটে চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গুলশান কার্যালয়ের প্রবেশের পূর্বে ডিবির নোটবইয়ে বিস্তারিত বিবরণ লেখার নিয়ম করা হলেও গিবসনের ক্ষেত্রে তা করা হয়নি। গিবসনের আসার আগে হেড অব প্রেস এন্ড কমিউনিকেশন ফোজিয়া ইউনেস সোলেমান ও আরও কয়েকজন কর্মকর্তা বিকাল ৪টা ৫০ মিনিটে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এমএম/এএইচ/পিআর