ঢাকা ছাড়ল সৌদি প্রতিনিধি দল
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আল ফাহাইদের নেতৃতত্বাধীন প্রতিনিধি দল ঢাকা ছেড়েছেন। চার দিনের সফর শেষে বুধবার দুপুর ২টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকা ছাড়েন তারা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) জাহিদ আনোয়ার বলেন, সৌদির উপমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি কর্মকর্তারা দুপুর ২টায় ঢাকা ছেড়েছেন। সন্ধ্যা ৬টায় দেশটির বেসরকারি খাতের প্রতিনিধি দলের ৭ জন ঢাকা ছাড়বেন।
এর আগে রোববার দুপুর ১২টায় ১৯ সদস্যের সরকারি ও বেসরকারি প্রতিনিধি দল বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া ঠিক করতে ঢাকা সফরে আসে। প্রতিনিধি দলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও জনশক্তি আমদানিকারকদের সংগঠন সানারকমের সভাপতিসহ বেসরকারি খাতের লোকজনও ছিলেন।
প্রসঙ্গত, সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার। দেশটিতে ২০ লাখের বেশি বাংলাদেশী কর্মরত রয়েছেন। ২০০৮ সালে বাংলাদেশী শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।
এএইচ/পিআর