ডিএনসিসি’র অভিযানে ৭০ দোকান উচ্ছেদ ও জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর ও শ্যামলীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে ৭০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৫ জনকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ৫টি মামলা করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অজিয়র রহমান জানান, কাটাসুর ও শ্যামলীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ফুটপাত দখল করে দোকান করায় ৭০টিরও বেশি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে একজনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ৫টি মামলা করা হয়েছে।
জেএইচ/আরআইপি