ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লেবার পার্টির বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৫ আগস্ট ২০১৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ জনগণের ওপর ইসরায়েলিদের নির্মম হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ লেবার পার্টি।

এ সময় বক্তারা জাতিসংঘ, ওআইসি আরবলীগসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবতাকামীদের হস্তক্ষেপে ফিলিস্তনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১২টায় লেবার পার্টি পল্টন থানা কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ইসরায়েল বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকি স্বরূপ। তারা উগ্র সাম্রদায়িকতা লালন করায় মুসলমানদের সহ্য করতে পারছে না। তাই সারা দুনিয়া আজ প্রত্যক্ষ করছে গাজায় ইসরায়েলি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ।’

এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রহমান প্রমুখ।